বৃহস্পতিবার | ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

হবিগঞ্জে কখন কোথায় ঈদের জামাত

প্রকাশিত : মে ২, ২০২২




নিজস্ব প্রতিবেদক ॥ আজ সোমবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল মঙ্গলবার ( ০৩ মে) পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। মুসলমানদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ। এবার হবিগঞ্জ শহরের কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠে দুটি জামাত অনুষ্ঠিত হবে।

গত দুই বছর করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে মসজিদে পড়তে হয়েছিলো ঈদের নামাজ। খোলা ময়দানে বা ঈদগাহে মুসল্লিরা সমবেত হয়ে ঈদের জামাত হয়নি গত ৪ ঈদে। তবে এবার নেই করোনার দাপট। তাই বিধি-নিষেধহীন খুশির ঈদ পালন হবে সারাদেশেরমত হবিগঞ্জেও।

১ম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায়। এতে ইমামতি করবেন মাওলানা গোলামা মোস্তফা নবী নগরী। ২য় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ টায়। এতে ইমামতি করবেন কাজী মাওলানা নজমুল হোসেন।

চৌধুরী বাজার সুন্নী জামে মসজিদে ১টি জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৯ টায় অনুষ্ঠিত জামাতে ইমামতি করবেন মাওলানা আব্দুল মজিদ পিরিজপুরী। উমেদনগর শাহী ঈদ গাহ ময়দানে ১টি জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় অনুষ্ঠিত এ ঈদের জামায়াতে ইমামতি করবেন হাফেজ তাহফিমুল হক। বায়তুল আমান জামে মসজিদে ১টি জামায়াত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত জামায়াতে ইমামতি করবেন মুফতি আলমগীর হোসেন সাইফি। সওদাগর জামে মসজিদে ১টি জামায়া অনুষ্ঠিত হবে। সকাল ৯ টায় অনুষ্ঠিত জামায়াতে ইমামতি করবেন হাফেজ মুফতি নুর মোহাম্মদ। বাজার রেলওয়ে স্টেশন মসজিদে ১টি জামায়া অনুষ্ঠিত হবে। সকাল ৯ টায় অনুষ্ঠিত এ জামায়াতে ইমামতি করবেন মাওলানা মুফতি শাহ আলম জিহাদী।

শহরের টাউন (চাঁন মিয়া) মসজিদে ২টি জামায়া অনুষ্ঠিত হবে। প্রথম জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮ টায়। এতে ইমামতি করবেন মাওলানা নাছির উদ্দিন আখঞ্জি। ২য় জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৯টায়। এতে ইমামতি করবেন মাওলানা শামছুল ইসলাম। পিটিআই জামে মসজিদে ১টি জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত এ জামায়াতে ইমামতি করবেন কাজী আব্দুল জলিল। এছাড়াও রাজনগর জামে মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮ টায় ও খাদ্য গুদাম রোড এলাকার (যশের আব্দা) ‘নূরানী জামে মসজিদে জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়- ইমামতি করবেন মাওলানা রোমান আহমদ চৌধুরী।

আজকের সর্বশেষ সব খবর