বৃহস্পতিবার | ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

হবিগঞ্জে ফ্যামেলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি শুরু

প্রকাশিত : মার্চ ৩০, ২০২২




সিরাজুল ইসলাম জীবন॥ সরকারের নির্দেশনা অনুযায়ী সারাদেশের মতো হবিগঞ্জেও বিশেষ কার্ডের মাধ্যমে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য বিক্রি শুরু হয়েছে। আসন্ন পবিত্র রমজান উপলক্ষে হবিগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের ৭টি স্থানে পণ্য বিক্রি করছে টিসিবি।

গত ২০ মার্চ থেকে বিশেষ এই কার্ডের মাধ্যমে ঢাকাসহ সারাদেশে এক কোটি পরিবারের মাঝে নিত্যপণ্য তুলে দিবে রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটি।

বুধবার (৩০ মার্চ) দুপুরে পৌর এলাকার খাদ্যগুদামে ২ ও ৩ নং ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র আতাউর রহমান সেলিম।

দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কার্ডধারী নারী-পুরুষ কিনে নেন টিসিবি’র পণ্য। প্রত্যেক ক্রেতা টিসিবির ট্রাক থেকে প্রতি লিটার ১১০ টাকা দামে দুই লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা কেজি দামে ২ কেজি করে চিনি, প্রতি কেজি ৬৫ টাকা করে দুই কেজি মসুর ডাল কেনার সুযোগ পান।

হবিগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলার ৯টি উপজেলা, ৬টি পৌরসভা ৭৮টি ইউনিয়নের ৯১হাজার ৮২০ পরিবারকে এই ফ্যামিলি কার্ডের আওতায় এনে রমজানে ২ বার ভর্তুকি মূল্যে টিসিবি এর পণ্য পৌঁছে দিবে জেলা প্রশাসন।

এরপর আগামী ৩ এপ্রিল থেকে শুরু হবে এই কার্যক্রমের দ্বিতীয় ধাপ।

আজকের সর্বশেষ সব খবর