শনিবার | ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

হবিগঞ্জে বকেয়া ভাতা দেয়ার দাবীতে ডিপিএড প্রশিক্ষণার্থীদের মানববন্ধন

প্রকাশিত : জুন ২৩, ২০২১




জার্নাল প্রতিবেদক ॥ দ্রুত বকেয়া ভাতা প্রদানের দাবিতে ডিপিএড ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রশিক্ষাণার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বুধবার দুপুরে হবিগঞ্জ প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিউিটের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা যুবায়ের আহমেদ আত্ তাহেরী, খন্দকার সোহেল, তাসলিমা আক্তার প্রমূখ।

বক্তারা বলেন, সরকারের নির্দেশনা মেনে তাঁরা জীবনের ঝুঁকি নিয়ে অনলাইন ক্লাস পরিচালনা করে যাচ্ছেন। ক্লাস পরিচালনা করতে গিয়ে তাঁরা নিজের পকেটের টাকা খরচ করছেন। কিন্তু গত এক বছর ধরে তাঁদের সম্মানী ভাতা আটকে রাখা হয়েছে। বিভিন্ন ভাবে মানুষ গড়ার কারিগর শিক্ষকদেরকে বঞ্চিত করা হচ্ছে। তাঁরা অবিলম্বে বকেয়া ভাতা প্রদানে সংশ্লিষ্ট কর্তপক্ষের প্রতি আহবান জানান। অন্যতায় পরীক্ষা বর্জনসহ কঠোর কর্মসূচির ঘোষণা দেন।

পরে পিটিআই’র সুপারিনটেনডেন্ট রৌশনারা বেগম ও জেলা প্রশাসক ইশরাত জাহানের কাছে স্মারকলিপি দেন আন্দোলনকারীরা।

আজকের সর্বশেষ সব খবর