শুক্রবার | ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

হবিগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত : ফেব্রুয়ারি ১, ২০২৩




জার্নাল প্রতিবেদক ॥ ‘আর নয় বাল্য বিয়ে এগিয়ে যাবো স্বপ্ন নিয়ে’ এই প্রতিপাদ্যে নিয়ে হবিগঞ্জে বাল্য বিবাহ প্রতিরোধে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের অবহিতকরণ ও পর্যালোচনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১লা ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে অবহিতকরণ ও পর্যালোচনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক ইশরাত জাহান।
অনুষ্ঠানে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা পাল, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তার, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাবেক সভাপতি মো. শাবান মিয়া, সাধারণ সম্পাদক প্রদীপ দাশ প্রমুখ।

সভায় জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, বর্তমান প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যাতে করে বাল্য বিয়ে প্রতিরোধসহ সমাজ এগিয়ে যাবে। এছাড়াও বাল্যবিয়ে প্রতিরোধে জন্ম নিবন্ধন কার্যক্রমসহ বিভিন্ন কার্যক্রমে ভিন্নতা আনা হয়েছে। যাতে করে আমাদের সমাজে বাল্য বিয়ে শূন্যের কোটায় নেমে আসে। তাই বাল্য বিবাহে প্রতিরোধে সমাজের সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

অনুষ্ঠানে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ গ্রহন করেন।

আজকের সর্বশেষ সব খবর