শুক্রবার | ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

হবিগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

প্রকাশিত : মার্চ ১৫, ২০২৩




স্টাফ রিপোর্টার ॥ ‘নিরাপদ জ্বালানী, ভোক্তা বান্ধব পৃথিবী’ এই প্রতিপাদ্য নিয়ে হবিগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ মার্চ) সকাল ১০ টায় দিকে এ উপলক্ষে জেলা প্রশাসন ও ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহযোগিতায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট প্রিয়াংকা পালের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা, কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশে (ক্যাব) হবিগঞ্জ শাখার সভাপতি মোঃ দেওয়ান মিয়া, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর, সচেতন নাগরিক প্রতিনিধি বিশিষ্ট কবি ও লেখক তাহমিনা বেগম গিনি, বেকারী প্রতিনিধি সিরাজুল ইসলাম, রেস্টুরেন্ট প্রতিনিধি চৌধুরী আব্দুল্লাহ জনি, কাপড় ব্যবসায়ী প্রতিনিধি শংকর রায়সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।

সভায় বক্তারা ভোক্তার অধিকার নিশ্চিতে সকলকে আইন মান্য করা করার আহবান জানান। এই আইনেও যেন কেউ অপব্যবহার না করেন সে ব্যাপারেও সতর্ক করেন।

আজকের সর্বশেষ সব খবর