শুক্রবার | ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

হবিগঞ্জে মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান

প্রকাশিত : অক্টোবর ৬, ২০২১




মীর মোঃ আব্দুল কাদির ॥ সারাদেশে সরকার ঘোষিত মা ইলিশ রক্ষা ও সংরক্ষণের জন্য নদ নদী ও সাগরে ইলিশ শিকারে গত ৪ অক্টোবর থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ২৫ অক্টোবর পর্যন্ত চলবে এই নিষেধাজ্ঞা।

এরই প্রেক্ষিতে হবিগঞ্জ জেলা প্রশাসন উদ্যোগে বুধবার (৬ অক্টোবর) হবিগঞ্জের শহরের বিভিন্ন বাজারে ইলিশ রক্ষার লক্ষ্যে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন আরাফাত রানা’র নেতৃত্বে পুলিশ ফোর্সসহ এক অভিযান পরিচালনা করা হয়। ইলিশ মাছ বিক্রির কোন আলামত পাওয়া না যাওয়ায় কোন মামলা হয়নি। এবং সরকারের পক্ষ থেকে সচেতনতার জন্য একটি ব্যানারে লেখা আসুন আমরা সকলে সরকারের সিদ্ধান্ত মেনে চলি। এই শ্লোগানে সচেতন করেন।

পরবর্তীতে চৌধুরীবাজারে একটি মুদি দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় এক জনকে ১হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অভিযানে সহযোগিতা করেন সিনিয়র মৎস্য অফিসার ও হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

আজকের সর্বশেষ সব খবর