বুধবার | ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস

প্রকাশিত : ডিসেম্বর ১৬, ২০২০




হবিগঞ্জে মহান বিজয় দিবস-২০২০ যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। একই সাথে জেলার সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্বশাসিত ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

হবিগঞ্জের দূর্জয় শহীদ বেদিতে পুষ্পার্ঘ নিবেদন করেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ (বিপিএম)।

সকাল ৮ টায় জেলা প্রশাসনের নিমতলায় আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশেনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ জাতীয় পতাকা উত্তোলন করেন।

এছাড়াও দিবসটি পালন উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে ভার্চুয়াল পদ্ধডুতে আলোচনাসভা এবং মসজিদে দোয়া, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা সহ নানা কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন।

আজকের সর্বশেষ সব খবর