শনিবার | ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে পবিত্র আশুরা

প্রকাশিত : আগস্ট ২০, ২০২১




জার্নাল প্রতিবেদক ॥ হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে পবিত্র আশুরা। করোনাকালীন সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে বৃহৎ পরিসরে এবার তাজিয়া মিছিল হয়নি।

শুক্রবার (২০ আগস্ট) জুমার নামাজের পর থেকে মানুষজন একত্রিত হতে শুরু করেন। ‘ইয়া হাসান, ইয়া হোসেন’ ধ্বনিতে মর্সিয়া করে ত্যাগের মহিমায় পালন করেছেন মহররম।

তবে বিভিন্ন এলাকা ভিত্তিক সীমিত পরিসরে তাজিয়া মিছিল বের হতে দেখা যায়। এ সময় আশুরার তাজিয়া মিছিলে অংশগ্রহনকারীদের কারবালার বিয়োগান্তক ঘটনার স্মরণে মর্সিয়া করতে দেখা যায়।

উল্লেখ্য হিজরী ৬১ সালের মহররম মাসের ১০ তারিখ সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় ইয়াজিদ বাহিনীর হাতে কারবালা প্রান্তরে নির্মমভাবে নিহত হন হযরত মুহাম্মদ (সঃ)-এর দৌহিত্র ইমাম হোসেন (রাঃ)। ইসলামের সুমহান আদর্শকে সমুন্নত রাখতে এই আত্মত্যাগের ইতিহাস নানা ধর্মীয় পর্ব পালনের মধ্য দিয়ে এখনো স্মরনীয় হয়ে আছে।

আজকের সর্বশেষ সব খবর