শনিবার | ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

হবিগঞ্জে শিশু ও নারীর প্রতি সহিংসতা নিপীড়ন ও বৈষম্যমূলক আচরণ বন্ধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

প্রকাশিত : জানুয়ারি ২৪, ২০২৩




স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শিশু ও নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন ও বৈষম্যমূলক আচরন বন্ধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪শে জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা পাল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম প্রমুখ।

বক্তারা বলেন, নারী-শিশুর প্রতি সহিংসতা রোধ কেবল নারীরাই রোধ করবে, প্রতিবাদ জানাবে, তা নয়। নারীর প্রতি এমন বর্বর সহিংসতা রোধে পুরুষসহ সমাজের সর্বস্তরের মানুষকে সমবেতভাবে প্রতিবাদ জানাতে হবে। প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সভায় স্থানীয় বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, উন্নয়নকর্মী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আজকের সর্বশেষ সব খবর