মঙ্গলবার | ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

হেফাজতের সংবাদ সম্মেলন দুপুরে

প্রকাশিত : মার্চ ২৮, ২০২১




নিজস্ব প্রতিবেদক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বায়তুল মোকাররম, হাটহাজারীসহ সারাদেশে হেফাজতের আন্দোলনরতদের ওপর হামলা ও নিহতের ঘটনার প্রতিবাদে ডাকা হরতাল হরতালের অবস্থা নিয়ে রোববার (২৮ মার্চ) দুপুরে রাজধানীর খিলগাঁওতে সংবাদ সম্মেলন করবে হেফাজতে ইসলাম।

হেফাজতের সহপ্রচার সম্পাদক আতাউল্লাহ আমিনী এ তথ্য জানান।

আতাউল্লাহ আমিনী বলেন, সংবাদ সম্মেলনে হরতালসহ সার্বিক বিষয়ে হেফাজতের বক্তব্য এবং অবস্থান তুলে ধরা হবে।

হেফাজতের ডাকে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। এখন পর্যন্ত হরতালকে কেন্দ্র করে কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

হরতালের সমর্থনে শনিবার (২৭ মার্চ) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা।

হেফাজতের ডাকা হরতালে রাজধানীর কোনও এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে আবার কোথাও কঠোর হরতাল পালিত হচ্ছে। তবে বেশিরভাগ এলাকায় যানবাহন স্বাভাবিক থাকলেও রাস্তায় ব্যক্তিগত ও গণপরিবহণ সংখ্যা তুলনামূলক কম।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় রোববার (২৮ মার্চ) হরতালকে কেন্দ্র করে ঢাকা-সিলেট, কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশের কমপক্ষে ৪০ টি স্পটে টায়ার জ্বালিয়ে সড়কে ব্যারিকেড দেয়া হয়।

হরতালের সমর্থনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেফাজতের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন। তারা সড়কের কয়েকটি স্থানে টায়ার, গাছের গুঁড়ি জ্বালিয়ে বিক্ষোভ করছেন। এখানে হেফাজতের দুই কর্মী গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

এছাড়া নরসিংদী সদরের জেলখানার মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছেন হেফাজত নেতারা।

আজকের সর্বশেষ সব খবর