শনিবার | ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

১০ দফা দাবিতে হবিগঞ্জে বিএনপির গণমিছিল

প্রকাশিত : ডিসেম্বর ২৪, ২০২২




স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ঘোষিত ১০ দফা কর্মসূচীর অংশ হিসেবে হবিগঞ্জে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪শে ডিসেম্বর) সকালে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গনমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় মুসলিম কোয়ার্টার পয়েন্টে সমাবেশে মিলিত হয়।

জেলা বিএনপি’র সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ও বর্তমান যুগ্ম আহবায়ক এডভোকেট মোঃ এনামুল হক সেলিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপি সদস্য এডভোকেট মোঃ আব্দুল হাই, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, ইউনিয়ন চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী, জেলা আইনজীবি ফোরাম নেতা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, পৌর বিএনপি যুগ্ম আহবায়ক, ওলামাদল সভাপতি ক্বারি কবির হোসেন, সাধারন সম্পাদক কাশেম বিল্লাহ নোমান,জেলা তাঁতীদল সাধারন সম্পাদক শফি কাইয়ুম,বাহুবল উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি আব্দুর রকিব, জেলা তাঁতীদল সিনিয়র সহ-সভাপতি খোকন শাহী ধনু, বিএনপি নেতা এজাজ আহম্মেদ,জেলা যুবদল যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আরব আলী,স্বেচ্ছাসেবকদল নেতা রকিবুল হাসান নওশাদ, দুলাল মিয়া, গোপায়া ইউনিয়ন বিএনপি নির্বাচিত সভাপতি হাফিজুর রহমান খান, সিনিয়র সহ-সভাপতি আফজালুর রহমান আব্দাল, সাধারন সম্পাদক মোঃ শাহিনুর রহমান শাহিন, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মীর কামরুজ্জামান রুবেল,জেলা ওলামাদল সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইদুর রহমান, মাওলানা মুখলিছুর রহমান, জেলা তাঁতীদল সাংগঠনিক সম্পাদক একেএম রাজিব, বিএনপি নেতা, মোঃ ইসহাক মিয়া, বাবু সুব্রত বৈষ্ণব, পৌর তাঁতীদল আহবায়ক লিটন সরকার, জেলা স্বেচ্ছাসেবকদল সহ সাধারন সম্পাদক মোঃ আব্দুর রউফ, সুমন মিয়া, বিএনপি নেতা তাজ উদ্দিন আহমেদ সোহেল আহমেদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব শেখ সোহেল, জেলা ছাত্রদল সহ-সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল, পলিটেকনিক ছাত্রদল আহবায়ক মোঃ ইমন মিয়া, পৌর বিএনপি সদস্য নুরুজ্জামান পলাশ,জেলা যুবদল নেতা উজ্জ্বল আহমেদ, জিয়াউল হক ফয়সল, শেখ রাসেল, সেলিম মিয়া, শহ্ আলম ইমরান, জয়নাল আবেদীন, সুকুর আলী, সফিক মিয়া, নাজমুল আলম পারভেজ প্রমূখ।

এই ব্যর্থ, অযোগ্য, দুর্নীতিবাজ সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ গ্রেফতারকৃত নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির মুক্তি দিয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশন ও সরকার গঠনসহ সব মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন নেতাকর্মীরা।

আজকের সর্বশেষ সব খবর