শনিবার | ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

১৭ বছর পর মুক্তি পাচ্ছে মান্নার ‘জীবন যন্ত্রণা’

প্রকাশিত : নভেম্বর ১৫, ২০২১




বিনোদন ডেস্ক ॥ ২০০৫ সালে জাহিদ হোসেন শুরু করেন ‘লীলামন্থন’ ছবির শুটিং। বড় বাজেটের ছবিতে অভিনয়ে ছিলেন মান্না, মৌসুমী, পপিসহ আরো অনেক তারকা। ২০০৮ সালে মান্নার মৃত্যুর পর আটকে যায় ছবিটি। পরবর্তী সময়ে পরিচালক চিত্রনাট্যে পরিবর্তন এনে আবার শুটিং করেন। সেন্সরে জমা দেন ২০১০ সালে।

কিন্তু নামের কারণে তখন সেন্সর ছাড়পত্র মেলেনি বলে জানান পরিচালক। আবারও আটকে যায় ছবিটি। অবশেষে দীর্ঘ এক দশক পর গত মাসে নতুন নাম ‘জীবন যন্ত্রণা’ নিয়ে সেন্সর ছাড়পত্র পেয়েছে। শুটিং শুরুর ১৭ বছর পর ২০২২ সালের ২৬ মার্চ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানান জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের গল্পের এই ছবিতে দেশপ্রেমের পাশাপাশি স্থান পেয়েছে মানবিকতা। গত ১৬ বছরে ধাপে ধাপে অনেক বাধা পেরিয়েছি। অবশেষে অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। নতুন বছরের স্বাধীনতা দিবসে দর্শক পর্দায় দেখতে পাবেন ছবিটি।’

‘জীবন যন্ত্রণা’ প্রযোজনা করেছেন খোরশেদ আলম খসরু। তিনি বলেন, ‘সারাদেশে এখনো মান্নার অসংখ্য ভক্ত। তারা নিশ্চয়ই হলে গিয়ে ছবিটি দেখবেন। এত দিন পর দর্শক প্রিয় নায়ককে নতুন রূপে দেখতে পারবেন, এতেই আমি খুশি।’

আজকের সর্বশেষ সব খবর