শনিবার | ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

২০ হাজার টাকা করে মাসিক সম্মানী ভাতা পাবেন বীর মুক্তিযোদ্ধারা

প্রকাশিত : জুন ৩, ২০২১




জার্নাল ডেস্ক ॥ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার বীর মুক্তিযোদ্ধাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে মাসিক সম্মানী ভাতা ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার প্রস্তাব পেশ করেন।

সংসদে ২০২১-২২ রাজস্ব বছরের জাতীয় বাজেট উপস্থাপনকালে মন্ত্রী এই বাবদ ১ হাজার ৯২০ কোটি টাকা বরাদ্দের কথা বলেন।

ফেব্রুয়ারির শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ২০ হাজার টাকা করার ঘোষণা দেন। সেই অনুসারে ২০২১-২২ রাজস্ব বছরে মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ১২ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয় বলে মন্ত্রী উল্লেখ করেন।

মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সম্পদ উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের জন্য মুক্তিযোদ্ধাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

মন্ত্রী বলেন, ফ্রেব্রুয়ারির শেষ সপ্তাহে বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি জিটুপি সিস্টেমের আওতায় সকল মুক্তিযোদ্ধাদের সম্মানী এবং অন্যান্য ভতুর্কি প্রদানের প্রক্রিয়া উদ্বোধনকরেন প্রধানমন্ত্রী শেখ হাসিন।

তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের নিরাপদ আবাসন নিশ্চিতকল্পে ৪ হাজার ১২২ কোটি টাকা ব্যয়ে ৩০,০০০ ‘বীর নিবাস’ স্থাপনের কাজ চলছে।

মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নতিকল্পে, দেশের প্রত্যেকটি উপজেলায় মুক্তিযুদ্ধ কমপ্লেক্স স্থাপনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

আজকের সর্বশেষ সব খবর