বৃহস্পতিবার | ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

৩০ টাকা কেজিতে ওএমএসের চাল বিক্রি শুরু ১ সেপ্টেম্বর

প্রকাশিত : আগস্ট ২৮, ২০২২




জার্নাল ডেস্ক ॥ সারা দেশে চলমান সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খোলাবাজারে (ওএমএস) খাদ্যপণ্য বিক্রি কার্যক্রম আরও সম্প্রসারিত করে ২ হাজার ৩৬৩টি কেন্দ্রে চাল বিক্রি করবে সরকার। আগামী ১ সেপ্টেম্বর থেকে এ কার্যক্রম শুরু হবে।

রোববার (২৮ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ সেপ্টেম্বর থেকে সারা দেশে ৮১১টি কেন্দ্রে ডিলারের মাধ্যমে চলমান ওএমএস কার্যক্রম আরও সম্প্রসারিত করে মোট ২ হাজার ৩৬৩টি কেন্দ্রে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হবে।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, টিসিবি কার্ডধারীরা ওএমএসর ন্যায় ন্যায্যমূল্যে ১০ কেজি হিসেবে চাল পাবেন।

সে অনুযায়ী ওএমএস কার্যক্রমে টিসিবি কার্ডধারীদের অগ্রাধিকার ভিত্তিতে চাল দেয়া হবে। এ ছাড়াও খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সারা দেশে ইউনিয়ন পর্যায়ে ৫০ লাখ ১০ হাজার ৫০৯টি প্রান্তিক পরিবারকে প্রতি কেজি ১৫ টাকা দরে মাসে ৩০ কেজি চাল দেয়া হবে।

আজকের সর্বশেষ সব খবর