শুক্রবার | ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

ঈদযাত্রা তদারকিতে বিআরটিএ’র ৬ কিমিটি

প্রকাশিত : জুলাই ১৫, ২০২১




জার্নাল ডেস্ক ॥ ঈদুল আজহা উপলক্ষে সড়ক-মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে মনিটরিং করার নির্দেশ দেওয়া হয়েছে। সে অনুযায়ী, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের নেতৃত্বে ৬টি কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বিআরটিএ’র সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। কমিটিগুলো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে ঈদের আগে ও পরের ৬ দিন সব ধরনের মনিটরিং করবে।

কমিটিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ),বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি), সড়ক-মহাসড়ক বিভাগ, সড়ক ও জনপদ অধিদফতরের কর্মকর্তাদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়। কমিটিগুলো দুই শিফটে কাজ করবে।

বিআরটিএ থেকে জারি করা এক অফিস আদেশে বলা হয়েছে, আগামী ১৮ জুলাই হতে ২৩ জুলাই পর্যন্ত সকাল ৭টা হতে রাত ৯টা পর্যন্ত দুই শিফটে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর হচ্ছে ৫৫০৪০৭৩৭, মোবাইল নম্বর- ০১৫৫০০৫১৬০৬।

বিআরটিএ’র পক্ষ থেকে সংস্থার পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাসকে ফোকাল পয়েন্ট হিসেবে নিয়োগ করা হয়েছে।

আজকের সর্বশেষ সব খবর