রবিবার | ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

হবিগঞ্জে ড্রামের ভোজ্যতেল ব্যবহারের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত : এপ্রিল ২৪, ২০২৪




জার্নাল প্রতিবেদক ॥ অস্বাস্থ্যকর, অনিরাপদ এবং ফুডগ্রেড বিহীন ড্রামের ভোজ্যতেল বাজারজাত বন্ধে সরকারী নিষেধাজ্ঞা বাস্তবায়নের দাবীতে হবিগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হযেছে।

বুধবার (২৪শে এপ্রিল) সকালে হবিগঞ্জ কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) হবিগঞ্জ জেলা কমিটির উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে হবিগঞ্জ জেলা প্রশাসক এর নিটক স্মারকলিপি প্রদান করা হয়।

হবিগঞ্জ জেলা ক্যাব’র সভাপতি মোঃ দেওয়ান মিয়ার সভাপতিত্বে ও ক্যাব’র সাধারণ সম্পাদক মোঃ শরীফ চৌধুরীর পরিচালনায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, রাখেন রাজশাহী ক্যাবের সদস্য এডভোকেট তকদির মোহাম্মদ বেনজির জনাব, কবি ও প্রাবন্ধিক অপু চৌধুরী, মানবসেবা সামাজিক সংগঠনের সভাপতি ফরহাদ চৌধুরী, ক্যাবের প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম জীবন, দৈনিক প্রভাকর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সহিবুর রহমান, এখন টিভির জেলা প্রতিনিধি কাজল সরকার, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি শাহ আলম, দেশটিভির জেলা প্রতিনিধি আমির হামজা, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি আশাহিদ আলী আশা, মাধবপুর প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক হামিদুর রহমান, শিক্ষক সাজিদুর রহমান শাহীন, জয়নাল আবেদীন, ক্যাব সদস্য আজিজুল ইসলাম হৃদয়সহ জনস্বাস্থ্যবিদ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সুশীল সমাজ, গণমাধ্যম কর্মীসহ আরো অনেকেই।

বক্তারা এসময় বলেন- বিদ্যমান আইন অনুযায়ী ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ ব্যতীত ভোজ্যতেল বাজারজাতকরণ দন্ডনীয় অপরাধ। এখনও সারাদেশে অস্বাস্থ্যকর, অনিরাপদ ও নন-ফুডগ্রেড ড্রামে ভোজ্যতেল প্রতিনিয়ত ব্যবহার হচ্ছে, যা স্বাস্থ্যের জন্য চরম হুমকি। অবিলম্বে সারাদেশে ভোজ্যতেল ফুডগ্রেড বোতল, প্লাস্টিক ফয়েল বা পাউচ প্যাকে বাজারজাতকরণ নিশ্চিত করার আহ্বান জানান।

আজকের সর্বশেষ সব খবর