শনিবার | ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

নবীগঞ্জে ৬নং ইউনিয়নে বোন জামাতা সমন্ধিক লড়াই!

প্রকাশিত : নভেম্বর ৪, ২০২১




Spread the love

মোঃ আলাল মিয়া, নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন বোন জামাই-সমন্ধিক। তারা হলেন নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগ নেতা বর্তমান চেয়ারম্যান আলী আহমদ মুছা ও বিদ্রোহী প্রার্থী কৃষকলীগ নেতা মুছা’র তাঁর আপন সমন্ধিক লন্ডন প্রবাসী আব্দুল মুকিত। ফলে তাদের মাঝে চলছে গৃহযুদ্ধ শুরু হয়েছে। সুত্রে জানা যায়, তৃতীয় দফা নির্বাচনে নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে আগামী ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে কুর্শি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আলী আহমদ মুছা (নৌকা) সোমবার মনোনয়পত্র দাখিল করেছেন। একই দিন তার আপন সমন্ধিক লন্ডন প্রবাসী কৃষকলীগ নেতা সমাজসেবক অব্দুল মুকিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেন।

বিগত ২০১৬ সালে অনুষ্টিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বোন জামাই ও সমন্ধিকের নির্বাচনী প্রতিদ্বন্ধিতায় শেষ পর্যন্ত আলী আহমদ মুছা নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়ে ছিলেন। ফলে শশুড় বাড়ির সাথে জামাতা চেয়ারম্যানের দুরত্ব দেখা দেয়। সেটা কাটিয়ে উটার আগেই চলতি নির্বাচনে বোন জামাতা (নৌকা) ও সমন্ধিক (স্বতন্ত্র) হয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতায় গৃহ বিবাদ সৃষ্টির সম্ভবনা দেখা দিয়েছে। ওই ইউনিয়নে বোন জামাতা ও সমন্ধিকের মধ্যে লড়াই হবে হাড্ডাহাড্ডি বলে গুঞ্জন রয়েছে।


Spread the love
আজকের সর্বশেষ সব খবর