শুক্রবার | ৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

লন্ডনে হবিগঞ্জ চেম্বার প্রেসিডেন্ট মিজানুর রহমান শামিমকে সংবর্ধনা

প্রকাশিত : মে ১৮, ২০২৩




Spread the love

স্টাফ রিপোর্টার ॥ বৃটেন সফররত হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট রোটারিয়ান মিজানুর রহমান শামীমকে সংবর্ধনা দিয়েছে লন্ডন প্রবাসীরা। মঙ্গলবার রাতে লন্ডনের তাড়াতাড়ি রেস্টুরেন্টে সেখানে বসবাসরত হবিগঞ্জ প্রবাসীরা এই সংবর্ধনা প্রদান করেন।

ডবশিষ্ট কমিউনিটি লিডার এম এ আজিজের সভাপতিত্বে ও সহিদুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারিস্টার এনাম আহমেদ, বিশিষ্ট গীতিকার জাহাঙ্গীর রানা, চৌধুরী নিয়াজ মাহমুদ লিংকন, শাহ শহিদ আলী, অলিউর রহমান অলি, অজিত লাল দাশ, শাহজাহান কবির, আসাবুর রহমান জীবন, এডভোকে অমৃত লাল দাশ, মো. মনিরুজ্জামান, সৈয়দ মারুফ আহমেদ, সাইফুর রহমান শাকিল,হাবিব বিন ইমদাদ,শাহ জিয়াউর রহমান,আনোয়ার আহমেদ, রিপন,মাসুম চৌধুরী, মোস্তাক আহমেদ প্রমুখ।

সভায় মিজানুর রহমান শামিম প্রবাসীদেরকে দেশের উন্নয়নে বিনিয়োগ করার আহবান জানান। এ ব্যাপারে চেম্বারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

মিজানুর রহমান শামিম এক সপ্তাহ আগে লন্ডনে যান। সোমবার রাতে সেখানে সিলেটের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামানে সমর্থনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে যোগদান করেন। বর্তমানে তিনি ম্যানচেস্টারে রয়েছেন। সেখানেও তাকে প্রবাসীরা সংবর্ধনা দিবে। ২১ মে তিনি দেশে ফিরবেন।


Spread the love
আজকের সর্বশেষ সব খবর