মঙ্গলবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

লাখাইয়ে লকডাউন কার্যকর করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান॥ দুই ব্যক্তিকে জরিমানা

প্রকাশিত : জুলাই ৬, ২০২১




সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে : লাখাইয়ে লকডাউন কার্যকর করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৬ জুলাই) উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লাখাই উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং।

সূত্রে জানা যায় মন্ত্রীপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ঘোষিত শাটডাউন পালনে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনী ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহযোগিতায় গতকাল মঙ্গলবার বুল্লাবাজার,কালাউক বাজার,বামৈ বাজার ও মোড়াকরি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় সরকারী নির্দেশনা অমান্য করার অপরাধে দুই টি মামলায় দুই ব্যক্তিকে মোট ১ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।

এসময় করোনা পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষ থেকে ৩ টি অসহায় পরিবারকে খাদ্য সামগ্রীর প্যাকেট প্রদান করা হয়। লাখাই উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এসময় সকলকে মাস্ক পরতে উদ্ধুদ্ধ করেন এবং বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের না হওয়ার জন্য সকল কে অনুরোধ জানান।

আজকের সর্বশেষ সব খবর