শনিবার | ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

শায়েস্তাগঞ্জে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেল দেড় হাজার নারী-পুরুষ

প্রকাশিত : মে ৪, ২০২১




Spread the love

মোঃ জমির আলী, শায়েস্তাগঞ্জ : শায়েস্তাগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত মানবিক সহায়তার অর্থ পেলেন দেড় হাজার অসহায় দরিদ্র নারী পুরুষ।

মঙ্গলবার (৪ মে) দুপুরে শায়েম্তাগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নের করোনা মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত, দুঃস্থ ও অসহায় দেড় হাজার নারী ও পুরুষের মাঝে ৫শ টাকা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা নগদ অর্থ প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ মিনহাজুল ইসলাম, শায়েস্তাগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান , মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার , হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ সরদার।

এতে বক্তব্য রাখেন ব্রাক্ষণডুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ আদিল জজ মিয়া, নুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল খান।


Spread the love
আজকের সর্বশেষ সব খবর