শনিবার | ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

শ্রীমঙ্গলে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে পালানোর সময় ধরা

প্রকাশিত : এপ্রিল ২, ২০২১




Spread the love

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে পালানোর সময় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ, ‍যিনি পেশায় অটোরিকশা চালক।

শ্রীমঙ্গলের সুরভীপাড়ায় শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে বলে শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবীর জানান।

নিহত শাহিমা আক্তার (১৯) হবিগঞ্জের সুলতানশী গ্রামের মাসুম মিয়ার স্ত্রী।

হুমায়ুন বলেন, তিনদিন আগে মাসুম (২৪) স্ত্রীকে নিয়ে শ্রীমঙ্গলের সুরভীপাড়ায় ভায়রার বাসায় বেড়াতে যান। বৃহস্পতিবার রাতে দাম্পত্য কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে রাত ৩ টার দিকে শাহিমাকে নিয়ে বাড়ি চলে যেতে চান মাসুম।

“কিন্তু শাহিমা যেতে না রাজি না হওয়ায় মাসুম তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় শাহিমাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।”

ঘটনার পর রক্তাক্ত ছুরি নিয়ে মাসুদ পালিয়ে যাওয়ার সময় টহল পুলিশ তাকে আটক করে বলে জানান ওসি।

শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেক জানান, মাসুদ অটোরিকশা চালানোর পাশাপাশি কসাইয়ের কাজও করতেন। ঘটনাস্থল থেকে শাহিমার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


Spread the love
আজকের সর্বশেষ সব খবর