শনিবার | ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

সুনামগঞ্জে খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে যুবদলের বিক্ষোভ মিছিল

প্রকাশিত : নভেম্বর ২৫, ২০২১




Spread the love

সুনামগঞ্জ প্রতিনিধি ॥ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশ নেয়ার দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা যুবদলের আয়োজনে শহরের পুরাতন বাসটেন্ড থেকে একটি মিছিল বের হয়ে শহরের মূল সড়ক প্রদক্ষিণ করতে চাইলে পুলিশ বাঁধা দেয়।

পরে সেখানেই তারা প্রতিবাদ সমাবেশে করে। জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মো. শওকতের সভাপতিত্বে ও সাংগঠনিক স¤পাদক কামরুল ইসলাম রাজুর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি আনছার উদ্দিন, সাধারণ স¤পাদক অ্যাড.মামুনুর রশিদ কয়েস, বিএনপি নেতা অ্যাড.শাহিন, মমিনুল হক কালার চাঁন, তফাজ্জল হোসেন, আবুল কাশেম দুলু প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সরকার বেগম খালেদা জিয়াকে বিদেশে সুচিকিৎসার জন্য না পাঠিয়ে মৃত্যুর দিকে টেলে দিচ্ছে। দ্রুত খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত না করলে আমরা কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা করব।


Spread the love
আজকের সর্বশেষ সব খবর