শনিবার | ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

সুনামগঞ্জে ১০ বস্তা দয়াল বিড়ি জব্দ করে নিয়ে যাওয়ার পথে ছিনতাইয়ের চেষ্টা!

প্রকাশিত : এপ্রিল ১, ২০২১




সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ কাস্টমসের সহকারী কমিশনার মাধব বিকাশ দেব রায় নেতৃত্বে নকল ব্যান্ডরোল যুক্ত দয়াল বিড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ এপ্রিল) বিকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের শ্রীপুর বাজারে অভিযান চালিয়ে ১০ বস্তা। প্রায় ৪২ হাজার শলাকা দয়াল বিড়ি জব্দ করে নিয়ে আসার পথে বিড়ির ডিলার ইসলাম উদ্দীন ও তার সন্ত্রাসীদের দ্বারা জব্দকৃত পণ্য ছিনতাই করার চেষ্টা করে এবং কাস্টমস টিমের লোকজনদের ঘেড়াও করে রাখে।

সংবাদ পেয়ে তাহিরপুর থানা পুলিশ ও বড়ছড়া বিজিবি প্রশাসন ঘটনা স্থলে গিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করেন।

পরে ঘটনার মূল হোতা ইসলাম উদ্দীন এবং অজ্ঞাতনামা অনেকের বিরুদ্ধে থানায় জিডি সহ মূসক কর ফাঁকি ও সরকারী কাজে বাঁধা প্রদান করে লুট করার চেষ্টায় ২টি মামলা দায়ের করা হয়েছে।

আজকের সর্বশেষ সব খবর