মঙ্গলবার | ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

হবিগঞ্জের উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম করোনা আক্রান্ত

প্রকাশিত : এপ্রিল ৯, ২০২১




নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জে নতুন করে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামসহ ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (৯ এপ্রিল) সকালে এ তথ্য জানিয়েছেন, হবিগঞ্জ ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল।

ডেপুটি সিভিল সার্জন জানান, ৩১টি নমুনা পরীক্ষার বিপরীতে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ২৯ দশমিক ৩ শতাংশ।

তিনি জানান, জেলায় এ পর্যন্ত মোট ২১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে, তারমাঝে সুস্থ হয়েছেন ১৬৯৫ জন এবং মারা গেছেন ১৮ জন।

মোঃ মোতাচ্ছিরুল ইসলাম হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যানের পাশাপাশি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও জেলা সিএনজি (অটোরিকশা) মালিক সমিতির বার বার নির্বাচিত সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছেন।

আশু রোগ মুক্তির জন্য হবিগঞ্জবাসীসহ সকলের নিকট দোয়া চেয়েছেন মোতাচ্ছিরুল ইসলাম।

আজকের সর্বশেষ সব খবর