শনিবার | ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

হবিগঞ্জে অসহায়দের মাঝে আল-খায়ের ফাউন্ডেশনের ফুডপ্যাক বিতরণ

প্রকাশিত : মার্চ ২৮, ২০২৩




Spread the love

জার্নাল প্রতিবেদক ॥ পবিত্র মাহে রমজান উপলক্ষে যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটেবল সংস্থা আল-খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে হবিগঞ্জ শহরে ২ শতাধিক অসহায় দরিদ্রদের মাঝে ইফতারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮শে মার্চ) দুপুরে শহরের নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে আল- খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান পুর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি চৌধুরী মাসুদ আলী ফরহাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সহ-সম্পাদক দেবাশীষ বিশ্বাস, শিল্পপতি জাকারিয়া আহমেদ প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক প্রদীপ দাস সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী, দৈনিক আজকের হবিগঞ্জ পত্রিকার বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, সাংবাদিক জাকারিয়া চৌধুরী, নিরঞ্জন গোস্বামী শুভ প্রমুখ।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান পুর্বে আলোচনা সভায় বক্তব্য রাখছেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, আল খায়ের ফাউন্ডেশন আপনাদের মাঝে যেসকল সামগ্রী বিতরণ করছে তার গুণগতমান খুবই ভাল। অত্যান্ত স্বচ্ছতা ও শৃঙ্খলা মাধ্যমে এ প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনা করা হয়। আগামীতে ফাউন্ডেশনটির এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাপ্রকাশ করেন তিনি।

নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে সারিবদ্ধভাবে টোকেনপ্রাপ্ত সুবিধাভোগীদের বসিয়ে সুশৃংঙ্খলভাবে চাল ভর্তি বস্তা ও অন্যান্য খাদ্য সামগ্রীর প্যাকেট তাদের হাতে তুলে দেয়া হয়। এর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, চিনি, দুধ ও খেজুরসহ প্রায় আড়াই হাজার টাকা মূল্যের মালামাল।

রমজানে আল খায়ের ফাউন্ডেশনের এসব সামগ্রী পেয়ে আনন্দগণ পরিবেশে হাসি মুখে বাড়ি ফিরতে দেখা যায় অসহায় দরিদ্র মানুষদের।


Spread the love
আজকের সর্বশেষ সব খবর