শনিবার | ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

হাওরে শুরু হল ধান কাটার উৎসব

প্রকাশিত : এপ্রিল ১৩, ২০২৩




Spread the love

মীর মোঃ আব্দুল কাদির ॥ সমগ্র দেশে চলছে ধান কাটার মৌসুম। সমগ্র দেশের ন্যায় হবিগঞ্জও মহাসমারোহে চলছে ধান কাটার আয়োজন। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে বৃহস্পতিবার সকালে বানিয়াচং উপজেলার সুবিদপুরে আনুষ্ঠানিকভাবে ‘নমুনা শস্য কর্তন’-এর মাধ্যমে ধান কাটা উৎসবের শুভ সূচনা করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।

ধানকাটা উদ্বোধন পূর্বে সেখানে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত আলোচনা সভা। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হবিগঞ্জের উপ-পরিচালক নুরে আলম সিদ্দিকী, উপজেলা কৃষি অফিসার এনামুল হক প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে উন্নত জাতের ধান চাষের এবং কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা অনেক আগেই খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে এবং আপনাদের (কৃষক) অসামান্য অবদানের ফলে বাংলাদেশ সেই কৃতিত্ব ধরে রেখেছে। তিনি উপস্থিত কৃষকদের দাদন ব্যবসায়ীদের হাত থেকে মুক্তি পেতে সহজ শর্তে ব্যাংক হতে কৃষি ঋণ গ্রহণে উৎসাহিত করেন।


Spread the love
আজকের সর্বশেষ সব খবর