বৃহস্পতিবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন আবুল হায়াত

প্রকাশিত : এপ্রিল ৬, ২০২১




বিনোদন ডেস্ক : হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বরেণ্য অভিনেতা আবুল হায়াত। মঙ্গলবার (৬ এপ্রিল) সন্ধ্যায় তিনি বাসায় ফিরেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে আবুল হায়াত বলেন, আমার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো। তবে এখনো করোনা রিপোর্ট নেগেটিভ আসেনি। কিন্তু অন্য কোনো জটিলতা না থাকায় চিকিৎসকের পরামর্শে বাসা থেকে চিকিৎসা নেবো। প্রয়োজনীয় ওষুধ দিয়ে দিয়েছে। তিনি বলেন, যেহেতু আমার করোনা রিপোর্ট এখনো পজিটিভ, তাই বাসায় গিয়ে আইসোলেশনে থাকবো। সবার কাছে দোয়া চাইছি।

গত সপ্তাহে করোনা আক্রান্ত হন আবুল হায়াত। এরপর ৩১ মার্চ তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমদিকে তার শারীরিক অবস্থা বেশ জটিল ছিল। কিন্তু এখন তিনি সুস্থ হয়ে উঠছেন।

৭৬ বছর বয়সী অভিনেতা আবুল হায়াত ১৯৬৯ সাল থেকে টিভি নাটকে অভিনয় করছেন। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নাটকের পাশাপাশি ‘আগুনের পরশমণি’, ‘জয়যাত্রা’, ‘গহীনে শব্দ’, ‘অজ্ঞাতনামা’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০০৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আবুল হায়াত।

গত ২৬ ডিসেম্বর তার অভিনীত সর্বশেষ ‘স্ফুলিঙ্গ’ চলচ্চিত্রটি মুক্তি পায়। করোনার মধ্যেই চলচ্চিত্রটির শুটিং করেছিলেন তিনি।

আজকের সর্বশেষ সব খবর