শনিবার | ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

আবর্জনায় যারা আগুন ধরিয়ে জনগনের ভোগান্তি সৃষ্টিকরছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে হবিগঞ্জ পৌরসভা

প্রকাশিত : ডিসেম্বর ৩০, ২০২১




স্টাফ রিপোর্টার ॥ আধুনিক ষ্টেডিয়াম এলাকায় বাইপাস রোডের পাশে আবর্জনায় যারা আগুন ধরিয়ে জনগনের ভোগান্তি সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে হবিগঞ্জ পৌরসভা। বৃহস্পতিবার হবিগঞ্জ পৌরপরিষদের মাসিক সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হয়।

সভায় মেয়র আতাউর রহমান সেলিম বলেন, ‘আবর্জনায় কে বা কারা রাতের আধারে আগুন ধরিয়ে দিচ্ছে তা অনুসন্ধান করে দেখা হবে।’ মেয়র বলেন,‘আবর্জনায় আগুন ধরানোর কারণে এলাকার জনগন ভোগান্তির শিকার হচ্ছেন। আশপাশের এলাকায় এ ধোয়া ছড়িয়ে পড়ার কারনে এলাকাবাসী কাশিসহ নানা শারীরিক সমস্যার সম্মূখীন হচ্ছেন বলে আমরা খবর পেয়েছি।
হবিগঞ্জ পৌরসভা এ ধরণের আগুন ধরিয়ে জনগনের ভোগান্তি সৃষ্টি করার পক্ষপাতি নয়।’

তিনি বলেন, ‘যারা রাতের আধারে আবর্জনায় আগুন ধরিয়ে জনগনের ভোগান্তির সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে হবিগঞ্জ পৌরসভা আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে।’

এ ব্যাপারে অনুসন্ধানকল্পে পৌরকাউন্সিলর আলাউদ্দিন কুদ্দুছ, শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু ও শেখ সুমা জামানকে দায়িত্ব প্রদান করা হয়।

সভায় বক্তারা বলেন, ‘এলাকাবাসীর কেউ কেউ জানিয়েছেন খাদ্যদ্রব্যসহ কিছু কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠান তাদের মেয়াদোত্তীর্ণ পণ্য সামগ্রী রাতের আধারে বাইপাসের পাশে এনে আগুন ধরিয়ে দিচ্ছেন।’ তবে এ ব্যাপারে আরো অনুসন্ধান করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের পরামর্শ দেন তারা। এছাড়াও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নেভানোর উদ্যোগ নেয়ারও সিদ্ধান্ত হয় সভায়। মাসিক সভায় আরো উপস্থিত ছিলেন পৌরকাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, শাহ সালাউদ্দিন আহম্মেদ টিটু, আলাউদ্দিন কুদ্দুছ, প্রিয়াংকা সরকার ও শেখ সুমা জামান।

আজকের সর্বশেষ সব খবর