শুক্রবার | ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

আসামি ধরতে গিয়ে এএসআইয়ের মৃত্যু

প্রকাশিত : মে ১৫, ২০২১




জার্নাল সারাদেশ বার্তা : কুমিল্লায় কর্মরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রফিকুল ইসলাম (৫৭) নামের পুলিশের একজন সহকারী উপপরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ মে) রাতে দায়িত্ব পালনরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে (সিপিএইচ) নেয়ার সময় শনিবার (১৫ মে) ভোর ৫টা ২০ মিনিটে মারা যান।

মৃত খন্দকার রফিকুল ইসলামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে। তিনি ৩৪ বছর ধরে পুলিশ বাহিনীতে কর্মরত ছিলেন।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েছ আকন্দ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার রাত সোয়া ১টার দিকে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে রফিকুল ইসলাম থানা থেকে বের হন। দায়িত্ব পালনের সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি দেখে রাতেই তাকে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নেয়া হয়। শনিবার ভোর ৫টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সকালে স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। মরদেহ দাফনের জন্য জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে ২০ হাজার টাকা দেয়া হয়েছে বলেও জানান ওসি।

আজকের সর্বশেষ সব খবর