শনিবার | ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

ইউক্রেন ইস্যুতে বাংলাদেশকে পাশে চায় যুক্তরাষ্ট্র

প্রকাশিত : মার্চ ২০, ২০২২




জার্নাল ডেস্ক ॥ বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড বলেছেন, রাশিয়া-ইউক্রেন সংকটে বাংলাদেশকে পাশে চায় যুক্তরাষ্ট্র।

রোববার (২০ মার্চ) দুপুরে রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত বাংলাদেশ-মার্কিন অংশীদারিত্ব সংলাপে তিনি এ কথা বলেন।

ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বাস্তবতায় গণতন্ত্র এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের হুমকি মোকাবিলায় বাংলাদেশকে সঙ্গে নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের বাংলাদেশে আকৃষ্ট করতে বাংলাদেশকে আরও কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

সংলাপে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন ভিক্টোরিয়া নুল্যান্ড।

সংলাপে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সহযোগিতা সম্প্রসারিত করতে একমত প্রকাশ করে উভয়পক্ষ।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশ বিশ্বাস করে গণতান্ত্রিক মূল্যবোধের নীতিতে বাইডেন প্রশাসন ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশের সঙ্গে।

আজকের সর্বশেষ সব খবর