শুক্রবার | ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

এক বোতল ফেনসিডিলসহ সাংবাদিকের ছবি তোলা নিয়ে প্রশ্ন

প্রকাশিত : এপ্রিল ১৭, ২০২১




সারাদেশ ডেস্ক : লালমনিরহাটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে তর্কাতর্কির পর এক বোতল ফেনসিডিল উদ্ধার দেখিয়ে এক সাংবাদিককে বেধড়ক মারপিটের অভিযোগ পাওয়া গেছে। জাহাঙ্গীর আলম শাহীন (৪৮) নামের ওই সাংবাদিককে হাতকড়া পরিয়ে কোমরে দড়ি বেঁধে ছবি তোলার পর থানায় সোপর্দ করেছে ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন কুলাঘাট বিজিবি ক্যাম্প। এভাবে ছবি তুলে গণমাধ্যমকে দেয়ার বিষয়ে উচ্চ আদালতের নিষেধও আছে। এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাতে সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের রতনাই বেইলি সেতু এলাকায় এ ঘটনা ঘটে। সাংবাদিক জাহাঙ্গীর আলম বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও দৈনিক জনকণ্ঠের লালমনিরহাট জেলা প্রতিনিধি। তিনি মহিষখোচা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক হিসেবেও কর্মরত। তিনি জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক সাধারণ সম্পাদক। জাহাঙ্গীর লালমনিরহাট পৌরসভার খোর্দসাপটানা মৌজার ঈমানগঞ্জ গ্রামের আবদুস সালামের বড় ছেলে।

সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহীনকে মাদকসংক্রান্ত বিজিবির দায়ের করা একটি মামলার বিপরীতে থানায় সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম। তিনি বলেন, শুক্রবার দুপুরে জাহাঙ্গীর আলমকে লালমনিরহাটের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়। এরপর আদালত করোনা সংকটকাল ও আঘাতজনিত অসুস্থতার চিকিৎসার জন্য জামিন মঞ্জুর করেছেন।

শুক্রবার (১৬ এপ্রিল) দুপুরে লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফাস উদ্দিন শুনানি শেষে শাহীনকে দুই হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন। শাহীনের পক্ষ জামিন শুনানি করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র আইনজীবী মতিয়ার রহমান।

জামিন পাওয়ায় সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহীনের বাবা আব্দুস সালাম আদালত, আইনজীবী ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অ্যাডভোকেট মতিয়ার রহমান বলেন, ‘সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহীন একজন প্রতিষ্ঠিত গণমাধ্যমকর্মী ও কলেজ শিক্ষক। একজন প্রগতিশীল সংবাদকর্মীর বিরুদ্ধে এক বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনা নিছক সাজানো। বিজ্ঞ আদালত যুক্তি-তর্ক শুনানি শেষে জামিন প্রদান করেন। এর মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।’

জাহাঙ্গীর আলম শাহীনের পরিবারের অভিযোগ অস্বীকার করে ১৫ বিজিবি ব্যাটালিয়নের কুলাঘাট ক্যাম্পের ইনচার্জ হাবিলদার আনোয়ার হোসেন বলেন, ‘আমরা তাকে মারধর করিনি। তিনি আটকের সময় হাত ঝটকাঝটকি করে পালানোর চেষ্টা করেন। এ সময় ধস্তাধস্তিতে হয়তো তার আঘাত লেগে থাকতে পারে।’ ঘটনার বিষয়ে আনোয়ার হোসেনের ভাষ্য, তারা রতনাই বেইলি সেতু এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় জাহাঙ্গীর আলম মোটরসাইকেলে লালমনিরহাট শহরের দিকে যাচ্ছিলেন। সেখানে তাকে থামানো হয়। এরপর তাকে তল্লাশি করে এক বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে তাকে লালমনিরহাট সদর থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

এদিকে বিজিবির পক্ষ থেকে ঘটনাটি বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দাবি করা হলেও জাহাঙ্গীর আলমের বরাত দিয়ে তার পরিবারের সদস্যরা দাবি করেন, তাকে রতনাই বেইলি সেতুর কাছে আটকের ঘটনাটি ঘটেছে রাত সাড়ে নয়টায়।

পরিবারের সদস্যদের অভিযোগ, বিজিবির সদস্যদের সঙ্গে জাহাঙ্গীর আলমের তর্ক হয়। এর জের ধরে তাকে কুলাঘাট ক্যাম্পের টহল দলের সদস্যরা বেধড়ক মারপিট করেন, পরে তাকে হাতকড়া পরিয়ে, কোমরে দড়ি বেঁধে সদর থানায় সোপর্দ করা হয়েছে। এর আগে এক বোতল ফেনসিডিল টেবিলের ওপর রেখে হাতকড়া ও কোমরে দড়ি বেঁধে ছবি তোলা হয়েছে। বিজিবির তোলা এসব ছবি বৃহস্পতিবার গভীর রাতে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা জুয়েল রানা সাংবাদিক জাহাঙ্গীরের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন থাকার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আঘাতগুলো তাজা বা সাম্প্রতিক সময়ের বলে মনে হয়েছে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিজিবির হাবিলদার আনোয়ার হোসেনের নেতৃত্বে কয়েকজন বিজিবি সদস্য সাংবাদিক জাহাঙ্গীর আলমকে শুক্রবার সকাল সাড়ে পাঁচটার দিকে লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে আসেন এবং তাকে পরে তারা নিয়ে যান।’

ঘটনার বিষয়ে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম তৌহিদুল ইসলাম বলেন, ‘আমরা কাউকে তার পরিচয় দিয়ে বিবেচনা করি না। মাদকের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি আমরা অনুসরণ করে থাকি। যেহেতু মাদকসহ তাকে আটক করা হয়েছে, তাই তার বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়া হয়েছে।’ তিনি আরো বলেন, জাহাঙ্গীর বৃহস্পতিবার দিবাগত রাতে কুলাঘাট বেইলি সেতুর কাছে বিজিবির টহল দলকে কোনোভাবেই সহযোগিতা করেননি, বরং যখন বিজিবি তার মোটরসাইকেলটি তল্লাশি করতে চান, তখনই তিনি উত্তেজিত হয়ে ওঠেন। মাদকসহ যে–ই ধরা পড়ুক না কেন, তিনি তখন নিজেকে নির্দোষ দাবি করেন। এ ক্ষেত্রে জাহাঙ্গীর আলমও একই দাবি করে থাকতে পারেন।’

সাংবাদিক জাহাঙ্গীর আলমে স্ত্রী রেবেকা শাহীন বলেন, ‘আমার স্বামী পেশাগত প্রয়োজনে ওদিকে গিয়েছিলেন, তাকে আটকের সময় তার সঙ্গে আরেকজন ছিলেন, বিজিবি তাকে ছেড়ে দিয়ে আমার স্বামীকে মারপিট করে হাতকড়া পরিয়ে, কোমরে দড়ি বেঁধে এক বোতল ফেনসিডিল উদ্ধার দেখিয়ে থানায় দিল। তিনি একজন সিনিয়র সাংবাদিক ও কলেজ শিক্ষক। তার সঙ্গে জঘন্য অপরাধীদের মতোই আচরণ করা হয়েছে। আমি এর সঠিক তদন্ত ও দায়ী বিজিবি সদস্যদের উপযুক্ত বিচার চাই।’

আজকের সর্বশেষ সব খবর