শনিবার | ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

কদরের রাতে আল আকসায় নামাজ পড়েছেন আড়াই লাখ মানুষ

প্রকাশিত : এপ্রিল ২৮, ২০২২




অনলাইন ডেস্ক ॥ পবিত্র লাইলাতুল কদরের নামাজ আদায়ে জেরুজালেমের আল আকসা মসজিদে মুসল্লিদের ঢল নামে বুধবার (২৭ এপ্রিল)। জিউস নিউজ সিন্ডিকেটের খবর বলছে, ইসরায়েল-ফিলিস্তিন চলমান উত্তেজনার মাঝেও প্রায় আড়াই লাখ মানুষ অংশ নেন জামাতে।

তবে কোনো সংঘাতের ঘটনা হয়নি এদিন। আগে থেকেই সতর্কাবস্থায় ছিল ইসরায়েল। নিরাপত্তার জন্য তারা বিপুল সংখ্যক সৈন্য মোতায়েন করে। বিশাল এ মসজিদে প্রায় ৩ লাখ মানুষের নামাজের ব্যবস্থা রয়েছে।

চলতি রমজানে পবিত্র মসজিদটির প্রাঙ্গণে একাধিকবার আগ্রাসন চালায় ইসরায়েল। গত ১৫ এপ্রিল জুমার নামাজের পর মসজিদ চত্বরে মুসল্লিদের ওপর ভয়াবহ হামলা চালায় ইহুদি সেনারা। আহত হন দেড় শতাধিক মানুষ। আটক করা হয় ৪ শতাধিক ফিলিস্তিনিকে।

মঙ্গলবার জাতিসংঘের জরুরি বৈঠকে আল আকসার সহিংসতা প্রসঙ্গ তুলে ধরেন ফিলিস্তিনের স্থায়ী প্রতিনিধি। অভিযোগ করেন, পবিত্র মসজিদ দখলের পায়তারা করছে ইসরায়েল।

আজকের সর্বশেষ সব খবর