শুক্রবার | ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

কূটনৈতিক এলাকা ছাড়া সবখানে লোডশেডিং হবে

প্রকাশিত : জুলাই ২২, ২০২২




জার্নাল ডেস্ক ॥ কূটনৈতিক এলাকা ছাড়া দেশের সব জায়গায় লোডশেডিং হবে বলে জানিয়েছেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। এছাড়া সপ্তাহখানেক পর্যবেক্ষণের পর লোডশেডিংয়ের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

শুক্রবার (২২ জুলাই) সকালে বারিধারায় বাসভবনে বিদ্যুৎ, লোডশেডিং ও জ্বালানি ইস্যু নিয়ে ব্রিফিংয়ে এই তথ্য দেন তিনি।

বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতেই ডিজেলচালিত বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে জানিয়ে নসরুল হামিদ বলেন, ডিজেলের ১০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের ব্যবহার করা হয়, বাকি ৯০ ভাগ পরিবহন ও সেচ কাজে ব্যবহার হয়। বিশ্ববাজারে ডিজেলের দাম অস্বাভাবিক বাড়ায় সরকার চাচ্ছে ১০ শতাংশ ডিজেল খরচ কমাতে। এতে দেশের ডলার খরচ কম হবে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, বর্তমানে আমাদের ১৫ হাজার মেগাওয়াট সক্ষমতা আছে। পিকআওয়ারে চাহিদা ১৪ হাজার মেগাওয়াট। কূটনৈতিক এলাকা বাদে সব জায়গায় লোডশেডিং হবে। সপ্তাহখানেক পর্যবেক্ষণ করে লোডশেডিংয়ের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আজকের সর্বশেষ সব খবর