বৃহস্পতিবার | ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

ক্ষুধা সূচকে পাকিস্তান ৯৯তম

প্রকাশিত : আগস্ট ১, ২০২৩




জার্নাল ডেস্ক ॥ বিশ্ব ক্ষুধা সূচকে (জিএইচআই-২০২২) ১২১ দেশের মধ্যে পাকিস্তান ৯৯তম অবস্থানে রয়েছে। মঙ্গলবার রাজধানী ইসলামাবাদে প্রতিবেদনের পাকিস্তানের অংশ প্রকাশ করা হয়।

এতে বলা হয়েছে, সূচকে পাকিস্তানের স্কোর ২০০৬ সালে ৩৮ দশমিক ১ ছিল। তবে ২০২২ সালে তা নেমে ২৬ দশমিক ১ – এ নেমে এসেছে। তবে এরপরও এই স্কোর ক্ষুধার মাত্রাকে গুরুতর হিসাবে নির্দেশ করে।

সূচকে শূন্য স্কোরের মানে হচ্ছে, সংশ্লিষ্ট দেশে ক্ষুধার সমস্যা নেই।

এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জিএইচআই-এর বর্তমান সংস্করণ প্রকাশ করে যে, সশস্ত্র সংঘাত, জলবায়ু পরিবর্তন এবং করোনাভাইরাস মহামারী একে অপরকে তীব্রতর করছে; ফলস্বরূপ, ৮২ কোটি ৮০ লাখ মানুষ ক্ষুধার্ত থাকতে বাধ্য হয়েছিল।

পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, ৪৬টি দেশ ২০৩০ সালের মধ্যে ক্ষুধার মাত্রা কমও অর্জন করতে পারবে না, অনেক কম দেশিই ক্ষুধা সম্পূর্ণভাবে নির্মূল করবে। আফ্রিকা, সাহারার দক্ষিণ এবং দক্ষিণ এশিয়া আবারও ক্ষুধার হারের সর্বোচ্চ অঞ্চল হয়েছে।’

আজকের সর্বশেষ সব খবর