শনিবার | ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

গণ-অনশনে যুক্ত হলেন আরো শিক্ষার্থী

প্রকাশিত : জানুয়ারি ২২, ২০২২




জার্নাল ডেস্ক ॥ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে গণ-অনশনে নতুন করে যোগ হলো আরো শিক্ষার্থী। জানা যায়, শনিবার (২২ জানুয়ারি) রাত ৮টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে গণ-অনশনের ঘোষণা দেন আন্দোলনকারীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের আরো তিন শিক্ষার্থী অনশনে যোগ দেন।

অনশনে যোগ দেওয়া নতুন শিক্ষার্থীরা হলেন, ইফতেখার আল মাহমুদ, সামিরা ফারজানা, সামিউল এহসান শাকিল। তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।

এনিয়ে অনশনরত শিক্ষার্থীর সংখ্যা দাঁড়াল ২৬ জনে। এদের মধ্যে এখন পর্যন্ত ১৬ জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কেউ কেউ চিকিৎসা নিয়ে ফিরে আবারো অনশনে যোগ দিয়েছেন বলে জানা গেছে।

এদিকে শাবিপ্রবির শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি মিটিং চলছে। শনিবার সাড়ে ৬টায় মন্ত্রীর সরকারি বাসভবনে এ সভা শুরু হয়।

এর আগে, শনিবার বিকেলে কাফন পরে মৌন মিছিল করেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা কাঁধে প্রতীকী লাশ বহন করেন।

আজকের সর্বশেষ সব খবর