রবিবার | ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

চলচ্চিত্রের গান লিখলেন ড. জাফর ইকবাল

প্রকাশিত : ফেব্রুয়ারি ৪, ২০২২




বিনোদন ডেস্ক ॥ প্রথমবারের মতো চলচ্চিত্রের গান লিখেছেন শিক্ষাবিদ ও লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল। সিনেমার নাম ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। সরকারি অনুদানে এ সিনেমাটি নির্মাণ হয়েছে লেখকের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে।

ইমন চৌধুরীর সুর ও সঙ্গীত পরিচালনায় ‘আয় আয় সব তাড়াতাড়ি, সাবান-পানি ঢেলে গড়াগড়ি’ শীর্ষক গানটিতে কণ্ঠ দিয়েছে দশ শিশু।

আবু রায়হান জুয়েলের পরিচালনায় এতে জুটি বেঁধে অভিনয় করেছেন সিয়াম ও পরীমনি। এতে আরও অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, কচি খন্দকার, আজাদ আবুল কালাম, শহিদুল আলম সাচ্চু এবং এক ঝাঁক শিশুশিল্পী।

পরিচালক আবু রায়হান জুয়েল জানান, এরই মধ্যে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। মার্চ মাসেই এটি সেন্সরের জন্য জমা দেওয়া হবে।

আজকের সর্বশেষ সব খবর