শুক্রবার | ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

ঠাকুরগাঁওয়ে সড়ক সংস্কার কাজের ব্যাপক অনিয়ম

প্রকাশিত : এপ্রিল ১২, ২০২১




রেদওয়ানুল হক মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে পাকা সড়ক সংস্কার কাজের ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নজরদারি না থাকায় অনেকটা তরিঘরি করেই কাজ শেষ করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। তবে অনিয়মের কথা জানতে চাইলে সংশ্লিস্ট ইঞ্জিনিয়ার জানান বিষয়টি খতিয়ে দেখতে ব্যবস্থা নেয়া হচ্ছে।

সোমবার (১২ এপ্রিল) জেলা শহরের নরেশ চৌহান সড়কে নতুন করে রাস্তা পাকাঁ করণে অনিয়মের অভিযোগ তুলেন পৌরবাসি। রাস্তা পাকাঁ করণ দেখ ভালে পৌরসভা কর্তৃপক্ষের নিয়োগকৃত সাবষ্টেন ইঞ্জিনিয়ার ও দেলোয়ার হোসেন জানান, শহরের ভেতরে ৮-১০ টি রাস্তার কাজ চলমান রয়েছে। যা সর্বমোট ৮০০ মিটার। যার ব্যয় ধরা হয়েছে প্রায় ২ কোটি টাকা।

স্থানীয়দের অভিযোগ রাস্তা পাকাঁ করণে শহরের সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে নরেশ চৌহান সড়কের হানিফ কাউন্টার পর্যন্ত কাজে ব্যাপক অনিয়ম দেখা দেয়। রাস্তাটি পুনরায় নতুন করে করা হলেও কার্পেটিংয়ের আগে রাস্তার ধুলোবালি পরিস্কার না করেই করছে কার্পেটিং। আবার ইটের খোয়ার উপর বিটুমিন না দিয়েই করছেন কার্পেটিং। আর কার্পেটিয়ের থিকনেসও দেয়া হচ্ছে কম। যা অল্প বৃষ্টি হলেই রাস্তা ক্ষতিগ্রস্থ হবে।

ঠিকাদার আইনাল হকের সাথে একাধিক বার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে পৌরসভার ইঞ্জিনিয়ার বেলাল হোসেন জানান, আমি বাইরে আছি আমার পরিবর্তে সেখানে অন্য কাউকে পাঠানোর ব্যবস্থা করছি কাজ তদারকির জন্য। ধুলোবালি পরিস্কারের নির্দেশনা দেয়া আছে ঠিকাদারকে। আর কার্পেটিংয়ের আগে বিটুমিন দেয়ার এ রাস্তায় নিয়ম নেই তবে প্রাইমকোট মারা হয়েছে।

আজকের সর্বশেষ সব খবর