শনিবার | ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে ইউএনও’র পরিচিতি সভা

প্রকাশিত : নভেম্বর ৭, ২০২১




মো: রেদওয়ানুল হক মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধি॥ ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটিসহ জেলার সংবাদকর্মীদের সাথে নবাগত সদর উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) আবু মোঃ সামসুজ্জামানের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ নভেম্বর) বিকেলে সদর উপজেলা হলরুমে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় রিপোর্টার্স ইউনিটির সদস্যরা ছাড়া জেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পরিচিতি পর্ব শেষে উপজেলা নির্বাহী অফিসার গণমাধ্যমকর্মীদের কাছে সদরের উন্নয়ণে করণীয়সহ বেশকিছু গুরুত্বপূর্ন আলোচনা আদান প্রদান করেন।

অনুষ্ঠানে ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমদাদুল ইসলাম ভুট্টো, সহ-সভাপতি রেজাউল করিম প্রধান, হাসিনুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ লিটু, সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জাকির হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এস এম মশিউর রহমান, অর্থ সম্পাদক জিয়াউর রহমান বকুল, দপ্তর সম্পাদক জয় মহন্ত অলক, প্রচার সম্পাদক রেদওয়ানুল হক মিলন, তথ্য ও গবেষণা সম্পাদক সোহেল রানা সাঈদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আরিফুর জামান, কার্যকারী সদস্য আল-মামুন জীবন, রুবেল রানা, জসিম উদ্দীন ইতি, প্রবীণ সাংবাদিক সৈয়দ আব্দুল করিমসহ জেলার গণমাধ্যমকর্মীরা বক্তব্য রাখেন।

উম্মুক্ত আলোচনায় সাংবাদিকরা সদর উপজেলার বাল্যবিয়ে রোধ, মাদক নির্মূল, ভেজাল খাদ্যরোধ, খেলাখুলার প্রসার, নারীদের জন্য বিশেষ কর্মসংস্থান, বিনোদনের ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে নবাগত নির্বাহী অফিসার তা বাস্তবায়নে উদ্যোগের কথা জানান।

এ সময় ইউএনও সাংবাদিকদের বলেন, আমি জনগণের সেবক। জনগণের প্রতিটি কাজ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার চেস্টা করবো। আর সেকারনে সাংবাদিকদেরও সহযোগিতা প্রয়োজন রয়েছে। সবাই মিলে ভাল কাজে অংশ নিলে সদরের উন্নয়ণ আরো এগিয়ে যাবে বলে মনে করেন তিনি।

 

আজকের সর্বশেষ সব খবর