শনিবার | ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

ডক্টর ইউনূসকে সমর্থন জানিয়ে বারাক ওবামার চিঠি

প্রকাশিত : আগস্ট ২৭, ২০২৩




আন্তর্জাতিক ডেস্ক ॥ ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ পেয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সম্মাননা তার গলায় পরিয়ে দেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা শান্তিতে নোবেল জয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একটি চিঠি লিখেছেন। গত ১৭ আগস্ট পাঠানো ওই চিঠিতে দারিদ্র বিমোচনে ভূমিকা রাখায় ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এছাড়া ২০০৯ সালে হোয়াইট হাউজে তাদের মধ্যে যে সাক্ষাত হয়েছিল, সে বিষয়টিও আবার মনে করিয়ে দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

এই চিঠিতে ডক্টর ইউনূসকে ‘প্রিয় প্রফেসর ইউনূস’ হিসেবে অভিহিত করে বারাক ওবামা লিখেছেন, ‘সাধারণ মানুষকে সহযোগিতার মাধ্যমে শক্তিশালী করে তাদের পরিবার ও সমাজকে দারিদ্রতা থেকে মুক্ত করতে আপনার যে চেষ্টা রয়েছে সেটিতে আমি দীর্ঘদিন ধরে অনুপ্রাণিত।‘

তিনি ঠিঠিতে আরও লিখেছেন, ‘২০০৯ সালে হোয়াইট হাউজে যখন আপনার সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়েছিল, আমি বলেছিলাম, আপনার কাজ বিশ্বের লাখ লাখ মানুষকে নিজের স্বপ্ন বাস্তবায়নে অনুপ্রাণিত করছিল।’

ওবামা আরও লিখেছেন, ‘এই সময়ের মধ্যে, আমি আশা করি এটি জেনে আপনি খুশি হবেন, যাদের স্বপ্ন পূরণে আপনি সহায়তা করেছিলেন এবং আমরা যারা সবার জন্য আরও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ অর্থনীতির ব্যাপারে ভাবি, তারা আপনাকে স্মরণ করি, এবং আমি আশা করি, আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজ করার ক্ষেত্রে সেই স্বাধীনতা পেতে থাকবেন।’

এদিকে গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখায় ২০০৬ সালে ডক্টর ইউনূসকে শান্তিতে নোবেল প্রদান করা হয়। এরপর তিনি যুক্তরাষ্ট্রের সরকারের প্রেসিডেন্সিয়াল মেডেল এবং কংগ্রেসনাল গোল্ড মেডেল পুরস্কার পেয়েছিলেন।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ পেয়েছিলেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ইউনূস। সেই সম্মাননা তার গলায় পরিয়ে দিয়েছেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

আজকের সর্বশেষ সব খবর