শনিবার | ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন

প্রকাশিত : জুন ২০, ২০২৩




শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা “এডুকেশন এইড” প্রকল্পের আওতায় বেশ কিছু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বই বিতরন করেছে। যা ডিসিএফ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জস্হ কার্যালয়ে আয়োজিত হয়।

মঙ্গলবার(২০শে জুন) দুপুরে ডিসিএফ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জস্থ কার্যালয়ে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বেশকিছু অসচ্ছল ও মেধাবীদের হাতে শিক্ষা উপকরন তুলে দেয়া হয়।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক মোঃ জমির আলী, শায়েস্তাগঞ্জ আলিয়া মাদরাসা শিক্ষক জনাব মাহমুদুর রহমান মামুন, ডিসিএফের জেলা প্রেসিডেন্ট নাসির হোসাইন তানভীর ও জেলা লজিস্টিক সেক্রেটারি মোঃ ইমরান হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

সংগঠনের প্রেসিডেন্ট নাসির হোসেন তানভীর জানান, গত ১১ বছরে তারা দেশের বিভিন্ন জেলায় ৫’শ এর অধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন ও ভর্তি সহায়তা প্রদান করেছেন। এছাড়া টেকনিক্যাল ট্রেনিংয়ের মাধ্যমে প্রায় ৫হাজার শিক্ষার্থী ও বেকার যুবকদের তথ্য-প্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধিতে কাজ করেছেন। যা আরো বড় পরিসরে করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সংগঠনটি।

আজকের সর্বশেষ সব খবর