বৃহস্পতিবার | ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

নবীগঞ্জে ইমাম ও তার স্ত্রীকে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনতাই

প্রকাশিত : ডিসেম্বর ২১, ২০২০




মোঃ আলাল মিয়া, নবীগঞ্জ থেকে : নবীগঞ্জে ইসলামী ব্যাংক থেকে টাকা উত্তোলণ করে বাড়ি ফেরার পথে মসজিদের ইমাম আব্দুর রহিম (৫৫), ও তার স্ত্রী হেনা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে একদল ছিনতাইকারী।

ঘটনাটি ঘটেছে নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামে সোমবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে তিনটায়।

এ ঘটনায় এলাকায় চরম আতংক আর উৎকন্ঠা বিরাজ করছে। ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত আব্দুর রহিম নবীগঞ্জ পৌরসভার চরগাঁও গ্রামের বাসিন্দা। ছিনতাইকারীরা ইমাম আব্দুর রহিমের শরীরে বেশকটি জায়গায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুত্বর আহত হয়ে সুরচিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত আব্দুর রহিম জানান, নবীগঞ্জ শহরের ইসলামী ব্যাংক থেকে ৫০ হাজার টাকা উত্তোলণ করে তার স্ত্রীকে সাথে নিয়ে গ্রামের বাড়ি নবীগঞ্জ পৌরসভার চরগাঁও গ্রামে যাওয়ার পথিমধ্যে চরগাঁও করস্থানের পাশে পৌছামাত্রই হেলমেট পড়া তিনজন যুবক একটি মোটরসাইকেল থেকে নেমেই আমাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে শুরু করে। এসময় আমাকে বাঁচাতে আমার স্ত্রী হেনা বেগম এগিয়ে আসলে তাকে ও আঘাত করা হয়। আমি চিৎকার শুরু করলে ছিনতাইকারী আমার কাছে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে হবিগঞ্জ সড়ক দিয়ে পালিয়ে যায়। এ ঘটনার খবর চারিদিকে ছড়িয়ে পড়লে এলাকার লোকজন ঘটনাস্থলে এসে ভীড় জমান।

এব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান জানান, ছিনতাইয়ের অভিযোগ আসছে। মামলা করলে আমরা মামলা নেব এবং বিষয়টি আমরা তদন্ত করে দেখব।

আজকের সর্বশেষ সব খবর