শুক্রবার | ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

নবীগঞ্জে কোরবানির ঈদে প্রস্তুত সুজাত মিয়ার শাহীওয়াল

প্রকাশিত : মে ২৯, ২০২২




মোঃ আলাল মিয়া, নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে কোরবানির ঈদকে সামনে রেখে বিক্রি করার জন্য প্রস্তুত করা হয়েছে ১২ মণ ওজনের শাহীওয়াল নামে বিশাল ষাঁড়টি। সরেজমিনে নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে গিয়ে দেখা যায় মিনি একটি খামারে সুজাত মিয়া নামে একজন কৃষক তার বাড়িতে গড়ে তুলেছেন ছোট খামার।

সেখানে লালন পালন করছেন শাহীওয়ালসহ বিভিন্ন জাতের মোটাতাজা করণ ষাঁড়। তবে এই কৃষক শাহীওয়ালের দাম হাঁকাচ্ছেন ৪ লক্ষ টাকা। এছাড়াও তার খামারে রয়েছে একটি ফ্রিজিয়ান, ক্রস শাহীওয়াল।

খামারী সুজাত মিয়া জানান, মাঠে গরু ছড়াতে গিয়ে গরুর গলার রশিতে হাত প্যাচে বাম হাতের বৃদ্ধাঙ্গুলি হারান তিনি। পরে অপারেশন করা হলেও আঙ্গুলটি আর জোড়া লাগানো সম্ভব হয়নি। এরপর থেকে গরুর খামার করতে উদ্যোগ নেন সুজাত।

গত ৪ বছর ধরে গরুর ব্যবসা করে সফলতা দেখছেন। এবার বাজারে তুলবেন শাহীওয়ালসহ বিভিন্ন জাতের চারটি ষাঁড়। তারমধ্যে শাহীওয়াল অন্যতম।

আজকের সর্বশেষ সব খবর