শনিবার | ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

নবীগঞ্জে লাইসেন্স বিহীন এক বেকারিকে অর্থ দণ্ড

প্রকাশিত : এপ্রিল ২৪, ২০২২




মোঃ আলাল মিয়া, নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদনসহ নানান অনিয়মের কারণে রবিবার (২৪ এপ্রিল) দুপুরে এক বেকারিকে জরিমানা করেছে প্রশাসন। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, মূল্য তালিকা ও উৎপাদন মেয়াদ, বিএসটিআইয়ের বা জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত লাইসেন্স ছাড়া বেকারী, পঁচা বাসী খামি ব্যবহার সর্বোপরি মানুষের জীবন বিপন্ন করে এমন খাদ্য দ্রব্য উৎপাদনের দায়ে জরিমানা করা হয়।

নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারের এক বেকারিকে বি এস টি আই আইন ২০১৮ এর ১৭ (১) ধারার অপরাধে উক্ত আইনের ২৭ ধারা অনুযায়ী পঁচিশ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন।

আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন নবীগঞ্জ থানা পুলিশের চৌকস সদস্যবৃন্দ এবং প্রসিকিউশন সহায়তা প্রদান করেন বি এস টি আই ইন্সপেক্টর ফরহাদ হোসেন।

উপজেলার নির্বাহি অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন জানান, এ অভিযান অব্যাহত থাকবে।

আজকের সর্বশেষ সব খবর