শনিবার | ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

পাটক্ষেত থেকে স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

প্রকাশিত : এপ্রিল ১৭, ২০২১




সারাদেশ ডেস্ক : কিশোরগঞ্জের তাড়াইলে স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার চর তালজাঙ্গা গ্রামে একটি পাটক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার রহস্য বের করতে বাবা-মাসহ নিকট আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

নিহত রিফাত চর তালজাঙ্গা গ্রামের দুলাল মিয়ার ছেলে। সে স্থানীয় চরতালজাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

স্বজনরা জানান, শুক্রবার (১৬ এপ্রিল) রাতে গ্রামের মসজিদে তারাবির নামাজ পড়তে যায় রিফাত। নামাজ শেষে বাড়িতে ফিরে রাতের খাবারও খায় সে। কিন্তু এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না। শনিবার সকালে বাড়ির পাশে একটি পাটক্ষেতে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

শিশুটির বাবা দুলাল মিয়া বলেন, আমার কোনো শত্রু নেই। এমন নৃশংস ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিচার চাই।

তবে মা নাজমা আক্তার এ হত্যার জড়িত থাকার ইঙ্গিত করেন দুলালের দ্বিতীয় স্ত্রী শিরিন আক্তার শরিফার দিকে। তিনি বলেন, ঘরের মানুষ ছাড়া এ ঘটনা ঘটানো সম্ভব না। রাতে ছেলে ঘরে না আসায় শরিফার কাছে ছেলের খবর জানতে চাই। সে বলে রিফাত নতুন জামাকাপড় পরে বাইরে গেছে। তবে লাশ পাওয়ার পর দেখা গেছে রিফাতের গায়ে পুরান জামা-প্যান্ট।

পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। শিশুটির বাবা দুলাল মিয়ার দুই স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ চলছিলো। প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া কয়েক মাস আগে শিরিন আক্তার শরিফা নামের এক নারীকে বিয়ে করেন দুলাল। বিয়ের পর প্রথম স্ত্রী বাবার বাড়ি চলে গেলে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে থাকতো রিফাতসহ তার অপর দুই ভাই। রিফাতের মা নাজমার বাবার বাড়ি শেরপুরে। চরতালজাঙ্গা গ্রামে তার এক বোনের বাড়ি। সপ্তাহখানেক আগে তিনি বোনের বাড়িতে আসেন।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, করিমগঞ্জ সার্কেলের এএসপি মো. ইফতেখারুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় নিহতের বাবা-মাসহ স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আজকের সর্বশেষ সব খবর