মঙ্গলবার | ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত পাঠশালা কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা

প্রকাশিত : জানুয়ারি ২, ২০২২




স্টাফ রিপোর্টার ॥ নতুন বছরের প্রথম দিন সারাদেশে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় বই। আর বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে শিক্ষার্থীরা।সারা দেশের ন্যায় হবিগঞ্জেও শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।

শনিবার (০১ জানুয়ারি) হবিগঞ্জ সার্কিট হাউস রোডে অবস্থিত “পাঠশালা” কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন “পাঠশালা”র অধ্যক্ষ জনাব চমনা খানম চৌধুরী।

বিতরণকালে উপস্থিত ছিলেন শিক্ষক সাজিদুর রহমান শাহীন, জ্যোতি রানী দাশ, শারমিন আক্তার ও রিমা।

নতুন বছরের প্রথম দিন বিনামূল্যের পাঠ্যপুস্তক পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। হবিগঞ্জের বেশ কয়েকটি স্কুলে শিক্ষার্থীদের উচ্ছ্বাসের এমন চিত্র দেখা গেছে।

আজকের সর্বশেষ সব খবর