শনিবার | ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

বানিয়াচংকে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীনমুক্ত ঘোষণা বাস্তবায়নে ইউএনও’র প্রেসব্রিফিং

প্রকাশিত : মার্চ ২০, ২০২৩




বানিয়াচং প্রতিনিধি ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে ৪র্থ ধাপে ১৭৭ টি “ক” শ্রেণির ভ‚মিহীন পরিবারের হাতে চাবি তুলে দেওয়ার মাধ্যমে আগামী ২২ মার্চ ভার্চুয়ালি যুক্ত হয়ে উপজেলাকে ভুমিহীনমুক্ত ঘোষণা দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে সোমবার (২০ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ গণমাধ্যমকর্মীদের জানান, বানিয়াচং উপজেলায় ১ম. ২য় ও ৩য় ধাপে ৩২৫টি পরিবারকে ২ শতক জমিসহ ঘর প্রদান করা হয়েছে। ৪র্থ ধাপে ১৭৭ টি পরিবারকে জমিসহ ঘরের চাবি আগামী ২২মার্চ আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উপজেলাকে ভ‚মিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন।

ব্রিফিংয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভ‚মি) মোঃ নাজমুল হাসান, বীর মুক্তিযোদ্ধা মঞ্জিল মিয়া, আওয়ামীলীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মলয় কুমার দাস,পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার সুদীপ কুমার দাস, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, মডেল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জীবন আহমেদ লিটন ও সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজুসহ বিভিন্ন গণমাধ্যমেরকর্মীবৃন্দ।

আজকের সর্বশেষ সব খবর