শুক্রবার | ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

ব্লাড ক্যান্সারে আক্রান্ত বৃন্দাবন সরকারি কলেজের প্রাক্তন ছাত্রী লিজু’কে বাঁচাতে এগিয়ে আসুন

প্রকাশিত : মে ২৬, ২০২১




জার্নাল প্রতিবেদক ॥ ফাহিমা আক্তার লিজু (২৪)। হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া মোল্লাবাড়ি’র মো: মনিরুজ্জামানের মেয়ে। সে বৃন্দাবন সরকারি কলেজের এইচএসসি- ২০১৫ এর ছাত্রী ও বর্তমান সাভারের গণবিশ্ববিদ্যালয় এর ভেটেরিনারী এন্ড এ্যানিমেল সাইন্স (৮ম সেমিস্টার, ৪র্থ বর্ষ), ৩য় ব্যাচের ছাত্রী।

কিছু দিন আগে ফাহিমা আক্তার লিজু’র (২৪) ব্লাড ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসার জন্য বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতালে) ভর্তি রয়েছে।

উন্নত চিকিৎসার অভাবে লিজুর শরীরের অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। ডাক্তারের পরামর্শ মোতাবেক উন্নত চিকিৎসা হলে ইনশাআল্লাহ লিজু অবশ্যই সুস্থ হয়ে উঠবে। কিন্তু প্রয়োজন প্রায় ৪০ লাখ টাকার। লিজুর পরিবারের একার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসার ভার বহন করা সম্ভব না।

তাই বিত্তশালী ব্যক্তি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে লিজু’র সুচিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ রইলো।

হয়তো আপনাদের সাহায্যের উছিলায় মহান আল্লাহ লিজু’র জীবনকে রক্ষা করতে পারেন। আসুন আমরা তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেই।

ব্লাড ক্যান্সারে আক্রান্ত লিজুকে বাঁচাতে এগিয়ে আসুন 

কোনো ধরনের ছবি সোস্যাল মিডিয়ায় শেয়ার করা নিষেধ। মুসলিম হিসেবে পর্দার মত ফরয বিধানের জন্য, তার পক্ষ থেকে নিষেধ করা হয়েছে।

নিম্নে বিস্তারিত দেওয়া হয়েছে।

বিস্তারিত বলার কারণ মূলত বিশ্বাসযোগ্যতা এবং পরিস্কার ধারণা দেয়া মানুষদের:-

নাম: ফাহিমা আক্তার (লিজু)
বাবা: মনিরুজ্জামান
মা: হাফিজা খাতুন রত্না
গ্রাম: নোয়াপাড়া (মোল্লাবাড়ি), মাধবপুর, হবিগঞ্জ।

প্রাক্তন শিক্ষার্থী:-

শাহজিবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ (এসএসসি ব্যাচ-২০১৩)।

বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ (এইচএসসি ব্যাচ-২০১৫)

বর্তমান শিক্ষার্থী:- গণবিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা।

সাবজেক্টঃ ভেটেরিনারী এন্ড এ্যানিমেল সাইন্স (৮ম সেমিস্টার, ৪র্থ বর্ষ), ৩য় ব্যাচ।

★৫ম শ্রেণিতে বৃত্তি প্রাপ্ত।
★৮ম শ্রেণিতে বৃত্তি প্রাপ্ত।
★জেএসসি⇨ জিপিএ ৫
★এসএসসি⇨ জিপিএ ৫ (গোল্ডেন) + বোর্ড বৃত্তি প্রাপ্ত।
★এইচএসসি⇨ জিপিএ ৫ + বোর্ড বৃত্তি প্রাপ্ত।

✔️ সিজিপিএঃ ৮ সেমিস্টারে (৩.৮৮ প্রায়) (ভাল রেজাল্ট ক্রমবর্ধমান)

রোগের নামঃ ব্লাড ক্যান্সার (Acute Myeloblastic Leukemia)।

বর্তমানে পিজি হাসপাতালে ভর্তি।

অধীনস্ত ডাক্তারঃ প্রফেসর ডা. মাসুদা বেগম, MBBS, FCPS, BSMMU, Hematology Department, পিজি হাসপাতাল, ঢাকা।

যেকোনো তথ্যের জন্য
#01751-818281 (লিজুর ভাই- সুমন)
#01715-824649 (Somuj)
#01521-321101 (Aanas)
#01713-813096 (Anik)

সাহায্যের জন্য
বিকাশঃ 01715824649 (Personal)

নগদঃ 01715824649

রকেটঃ 015213211010

ডাচ্-বাংলা ব্যাংকঃ 187.151.30830

সিটি ব্যাংকঃ 2202957915001

শুধু টাকার অভাবে দেশের এমন একটা সম্পদ যেনো অকালে ঝরে না পড়ে। মানুষ হিসেবে মানুষের বিপদে তার পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব।

আজকের সর্বশেষ সব খবর