মঙ্গলবার | ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

ভবন থেকে রাস্তায় ছুড়ে ফেলা নবজাতকের মৃত্যু

প্রকাশিত : নভেম্বর ২৭, ২০২১




জার্নাল ডেস্ক ॥ রাজধানীর ওয়ারী এলাকার সড়ক থেকে উদ্ধার করা মেয়ে নবজাতকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে সাড়ে ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় সে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার রাতে হেয়ার স্ট্রিট থেকে ওই নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

ধারণা করা হচ্ছে, কোনো একটি ভবন থেকে মেয়ে শিশুটিকে ‘সড়কে ছুড়ে ফেলা হয়েছে’।

নবজাতকটিকে যারা রাস্তা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছিলেন তারা জানিয়েছেন, কয়েকজন বন্ধু মিলে তারা হেয়ার স্ট্রিট এলাকায় রাস্তার পাশে বসে মোবাইলে গেমস খেলছিলেন। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে হঠাৎ একটি শব্দ শুনতে পেয়ে তারা এগিয়ে যান বিষয়টা দেখতে।

সেখানে একটা ১০ তলা ভবন, আর ভবনের সামনের দিকে একতলা একটি টিনশেড রয়েছে। ওপর থেকে ওই টিনশেডের উপরে পড়ে গড়িয়ে শিশুটি রাস্তায় পড়ে বলে ধারণা তাদের।

শব্দ শুনে আশপাশের লোকজনও জড়ো হয়। কিন্তু শিশুটির কোনো অভিভাবকের খোঁজ না পেয়ে স্থানীয়দের পরামর্শে তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।

পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শিশুটিকে পরীক্ষা করে চিকিৎসকরা নিশ্চিত হন, সে তখনও বেঁচে আছে। তারপর তাকে নিওনেটাল ওয়ার্ডে ভর্তি করে নেওয়া হয়।

আজকের সর্বশেষ সব খবর