শুক্রবার | ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

মাধবপুরে অসহায় দুই ছাত্রীর বেতন ও পরিক্ষার ফরমের খরচ দিলেন মানবিক ফাউন্ডেশন

প্রকাশিত : আগস্ট ১৭, ২০২১




শেখ ইমন আহমেদ, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ডিগ্রি কলেজ এর মেধাবী দুই গরিব পরিবাবের ছাত্রী। করোনা কালীন সময়ে পরিবার চালাতে অক্ষম পিতা। খুব কষ্ট করে চলে তাদের পরিবার। এমন সময়ে মেয়ের কলেজের এইচএসসি বার্ষিক পরীক্ষা ফরম ফিলাপ করতে চাপ আসছে। এতে ১২ মাসের মাসিক বেতন ও পরিক্ষার ফরম ফিলাম সহ সর্ব মোট জন প্রতি অনেক টাকা হয়ে দাড়ালো।

মেয়ে গুলোর বাবা- মেয়েদের জানান, মাগো এই অভাবের সংসার আমাদের! এর মধ্যে করোনা কালীন সময়, এই সময়ে আমরা নিজেরাই চলতে পারছি না, কোনো ইনকাম নেই। তাহলে কিভাবে বেতন ও পরিক্ষার ফরমের ফ্রী দিবো। পরে মেয়ে গুলো কলেজে অনেক রিকোয়েস্ট করেন বিভিন্ন দরখাস্ত ও পত্র দিয়ে কলেজের প্রধান শিক্ষকের বরাবর, কিন্তু কোনো কাজেই আসেনি।

অবশেষে মেয়ে গুলো পড়াশোনা এবং এইসএসপি পরিক্ষার ফরম ফিলাপ পূরণ কিভাবে করবে সে কথা ভেবে বাধ্য হোন পরিক্ষা দিবেন না।

এবিষয় টি মোঃ মিজানুর রহমান এর মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা হোসাইন মিয়া ফাউন্ডেশন এর নজরে আসে। পরে বিষয়টি চিন্তাভাবনা করে উক্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ ও যাবতীয় বেতন সহ সকল খরচ দিয়ে ২জন মেধাবী শিক্ষার্থীকে সহযোগিতা করেন মানবিক ফাউন্ডেশনের সভাপতি মোঃ সোরাব হোসাইন।

এতে দুই মেধাবী গরিব পরিবারের শিক্ষার্থী ও তাদের পরিবারের অভিভাবক গণ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আজকের সর্বশেষ সব খবর