শুক্রবার | ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

মিয়া মোহাম্মদ ইলিয়াছের জানাজায় হাজারও মানুষের ঢল

প্রকাশিত : অক্টোবর ২৮, ২০২১




সিরাজুল ইসলাম জীবন ॥ হবিগঞ্জ সদর উপজেলার ২নং রিচি ইউনিয়নের ২ বারের চেয়ারম্যান ও জেলা যুবদলের সভাপতি, দিগন্ত পরিবহন গাড়ি’র মালিক বিশিষ্ট ব্যবসায়ী মিয়া মোহাম্মদ ইলিয়াছের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় কেন্দ্রীয় ঈদগাহে ও দুপুর ২টায় মরহুমের গ্রামের বাড়ি শহরতলীর জালালাবাদ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

নামাজের প্রাক্কালে মরহুমের কর্মময় জীবনের উপর বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ খান, বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমেদ চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশিম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জালাল উদ্দিন খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, এম ইসলাম তরফদার তনু, ডাঃ আহমুদুর রহমান আব্দাল, কামাল উদ্দিন সেলিম, জেলা শ্রমিকলীগের সভাপতি হাজী আরব আলী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, যুবদলের সিলেট বিভাগীয় টিমের প্রধান শহিদুল্লাহ তালুকদার, মৌলভী বাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল, সুনামগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি আনসার উদ্দিন, জেলা যুবদলের সাবেক সভাপতি এম জি মোহিত ও আজিজুর রহমান কাজল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, ইউপি চেয়ারম্যান সৈয়দ মইনুল হক আরিফ, ইউপি চেয়ারম্যান তাজ উদ্দিন আহমেদ, আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুল আলম, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, মটর মালিক গ্র“পের সিরাজুল ইসলাম, জে কে এন্ড এইচ কে হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রহমান, ব্যবসায়ী হারুন মিয়া, মরহুমের চাচা হাজী কদর আলী ও ছেলে আরিয়ান। পরিচালনা করেন মার্চেন্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান লেবু।

জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গসহ জেলার নানা প্রান্ত থেকে কয়েক হাজার মানুষ জানাযায় অংশ নেয়। জানাজা নামাজ শেষে এলাকার পারিবারিক কবর স্থানে দাপন করা হয়েছে।

উল্লেখ যে, গত বুধবার (২৭ অক্টোবর) বিকাল ৩ টা ৪৫ মিনিটের সময় হঠাৎ মিয়া মোহাম্মদ ইলিয়াছ অসুস্থ বোধ করলে পরিবারের লোকজন হবিগঞ্জ চাঁদের হাসি হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসার জন্য। সেখানের কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় চেকআপ শেষে ইলিয়াছকে মৃত বলে ঘোষণা করেন।

আজকের সর্বশেষ সব খবর